সংবাদ শিরোনাম ::
নাটোরে ১৫ দফা দাবিতে পারটেক্স শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৮:৫৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
নাটোরে ১৫ দফা দাবিতে পারটেক্স শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
নাটোরে পারটেক্স কোম্পাণীতে কর্মরত শ্রমিক-কর্মচারীরা তাদের ন্যুনতম (বেসিক) বেতন সাড়ে বার হাজার টাকা (১২৫০০টাকা) করা সহ ১৫ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ডাকমারা গোরস্থান (একডালা) এলাকায় পারটেক্স কোম্পাণীর কারখানা গেইটের সামনে কর্মরত শ্রমিক-কর্মচারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এ সময় তারা তাদের বেসিক বেতন সাড়ে ১২ হাজার টাকা,ওভার টাইমের রেট ঘন্টায় বেসিক বেতনের দেড় গুন,বাধ্যতামুলক ওভার টাইম না করানো, কথায় কথায় চাকরি থেকে ছাঁটাই করার হুমকি না দেয়া সহ ১৫ দফা বাস্তবায়নের দাবি জানান। এ সময় ঘটনার বিষয় জানতে পারটেক্স কোম্পানীর কর্মকর্তার খোঁজ করেও তাদের পাওয়া যায়নি।