নাটোরে ১১৬ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা-কর্মীকে আসামি করে পুলিশের মামলা
- আপডেট সময় : ১০:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ ২৯৪ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ১১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪০০ বিএনপি নেতা কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নাটোর সদর থানার উপ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনায় পুলিশ ৯ জন বিএনপি নেতা কর্মিকে গ্রেফতার করেছে।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, সোমবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের নেতা কর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ন ভাবে কর্মসুচি পালন করতে বললে নেতা কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশকে ধাক্কা দেয়। পরে পুলিশ লাঠি চার্জ শুরু করলে বিএনপির নেতা কর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান, সাংবাদিক সহ অন্তত ২০ জন আহত হয়। এই ঘটনায় এপর্যন্ত জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ ৯ জন বিএনপির নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।