নাটোরে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার জুলফিকার সহ নিহত, ২, আহত ১
- আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ২৯৭ বার পড়া হয়েছে
নাটোরে সড়ক দুর্ঘটনায় বাগাতিপাড়ার জুলফিকার সহ নিহত, ২, আহত ১
নাটোরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৈনিক নওরোজ এর বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ জুলফিকার আলী সহ দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার হোসেন নামের আরও এক আরোহী আহত হন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত আনোয়ার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত জুলফিকার আলী বাগাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার জনৈক তাহের আলীর ছেলে। জুলফিকার আলী বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বড়ালঘাট বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকের পাশাপাশি সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। অপর নিহত ব্যক্তি নাটোর শহরের মোহনপুর এলাকার জনৈক আব্দুল হামিদের ছেলে ৫৫ বছর বয়সী রফিক সরকার। আহত আনোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার লরইগাছা গ্রামের মৃত আফসার আলীর ছেলে এবং বাগাতিপাড়া মহিলা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
নাটোর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদরের নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় দুটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক সরকারকে মৃত ঘোষণা করেন। অপর ২ জন আনোয়ার এবং জুলফিকারের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে জুলফিকার আলী মারা যান। আহত আনোয়ার হোসেন আশঙ্খাজনক অবস্থায় রামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।