নাটোরে সংখ্যলঘু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৩:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নাটোরে সংখ্যলঘু সম্প্রদায়ের বিক্ষোভ সমাবেশ
সারা দেশে চলমান নির্যাতনের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ-সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। শনিবার (১০ আগস্ট) বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন তারা। এই বিক্ষোভ সমাবেশে শিশুও নারীসহ সব বয়সী পুরুষ অংশ নিয়ে তাদের নিরাপত্তার দাবি জানান।
এ সময় তারা বর্তমান অন্ত:বর্তীকালীন সরকারের কাছে হিন্দুদেরকে সুরক্ষার দাবি জানান। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার, নাটোরের যুব মহাজোট সভাপতি সুজিত ঘোষ, নাটোর ইসকন মন্দিরের পরিচালক নাম প্রেম দাস প্রভু, সচেতন হিন্দু সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা প্রমুখ।
বক্তারা, সারাদেশে মন্দির ভাঙচুর লুটপাট করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নিচ্ছে দুষ্কৃতিকারীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা।