নাটোরে শ্রমিকদের বিক্ষোভে প্রাণ কারখানা বন্ধ ঘোষনা
- আপডেট সময় : ০১:০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
নাটোরে শ্রমিকদের বিক্ষোভে প্রাণ কারখানা বন্ধ ঘোষনা
নাটোরে শ্রমিকদের বিক্ষোভের মুখে প্রাণ এগ্রো কোম্পানির কারখানা (ফ্যাক্টরি) আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি কারখানা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। এই বিক্ষোভের কারণে মঙ্গলবার পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় নাটোরের কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা প্রাণ-এর কারখানার ভেতরে অবস্থান নেন।
জানা যায়, কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি বিক্ষোভ করে। পুর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ২৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের সকল দাবি-দাওয়া মেনে না নেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রাণ এগ্রো কোম্পানি নাটোরের জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে কারখানার বাহিরে বের হতে দেননি। বিক্ষোভের খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারফাত হোসাইন কারখানায় যান। তারা দীর্ঘ সময় কোম্পানির শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর সন্ধ্যার পরে অর্থনৈতিক দাবি-দাওয়া নিয়ে কোম্পানির এমডির সঙ্গে আলোচনার আশ্বাসসহ সংকট সমাধান না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার ঘোষণা দিলে বিক্ষোভ বন্ধ করেন শ্রমিকরা। পরে রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) হযরত আলীকে উদ্ধার করে কারখানার বাহিরে নিয়ে যান।
অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান বলেন, খবর পেয়ে আমরা কারখানায় গিয়ে শ্রমিক এবং প্রাণ কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এখানকার জেনারেল ম্যানেজারকে (ফ্যাক্টরি) প্রত্যাহার করেছে প্রাণ কর্তৃপক্ষ। শ্রমিকদের প্রধান দাবি বেতন বৃদ্ধির বিষয়ে আগামী সপ্তাহে কোম্পানির এমডি ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন শ্রম মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, এর মধ্যে প্রাণ কোম্পানির সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়ে প্রাণ কর্তৃপক্ষ। প্রাণ কোম্পানির কারখানা এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।