সংবাদ শিরোনাম ::
নাটোরে লাল টেপে মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বস্তু সহ যুবকে পুলিশে সোপর্দ

নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
নাটোরে লাল টেপে মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বস্তু সহ যুবকে পুলিশে সোপর্দ
নাটোরে লাল রংয়ের ক্রসটেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য দু’টি বোমা ও একটি চাকু সহ রুমন নামে এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একডালা এলাকার কয়েকজন রুমনকে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় একটি চাকু ও লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য দুটি বস্তুু সহ তাকে পুলিশে সোপর্দ করা হয়। বস্তুগুলো তার কাছে পাওয়া গেছে না হাতে ধরিয়ে দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়েছে।