সংবাদ শিরোনাম ::
নাটোরে মিডিয়ান সড়ক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন

নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৩৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
নাটোরে মিডিয়ান সড়ক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন
নাটোরে মিডিয়ান সড়ক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় কাজের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান।
নাটোর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জানান, মাদ্রাসা মোড় হতে দিঘাপতিয়া ও বড়হরিশপুর হতে বনবেলঘড়িয়া পর্যন্ত সড়কের ডিভাইডারের মধ্যে দুই’শ ৫০টি পোলে পাঁচ’শটি এলইডি লাইট স্থাপন করা হবে। কোভিড ১৯ প্রকল্পের আওতায় দুই কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়কে ৯ মাসে কাজটি করছেন নিশিত বসু নামে এক ঠিকাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী রবিউল হক, সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, ঠিকাদার নিশিত বসুসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।