নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

- আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফিরে যায়। পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের উপ পরিচালক মেহেদি হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন লাবু সহ বিভিন্ন এনজিও স্কুলের শিক্ষার্থী ও রিহ্যাবের কর্মিরা।
এসময় বক্তারা বলেন, মাদক কোনো ব্যক্তির ক্ষতি নয়, এটি পরিবার, সমাজ এবং জাতির ভিত্তিকে নাড়িয়ে দেয়। একবার মাদকের ছোবলে যে পড়ে, তার জীবন কেবল অন্ধকারেই ডুবে যায় না, তার চারপাশের মানুষও দুর্ভোগে পড়ে।
মাদকের কারণে ছিন্নভিন্ন হচ্ছে পরিবার, বেড়ে যাচ্ছে অপরাধ, কমে যাচ্ছে মানসিক সুস্থতা ও ভবিষ্যতের সম্ভাবনা। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক, চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী-কেউই আজ আর নিরাপদ নয়। তাই আমাদের মাদকের থাবা থেকে এই সমাজকে দেশকে বাচাতে হবে।