নাটোরে ভুমি অফিসার্স কল্যান সমিতির অভিষেক
- আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
নাটোরে ভুমি অফিসার্স কল্যান সমিতির অভিষেক
নাটোরে ভুমি অফিসার্স কল্যান সমিতির নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) স্থানীয় একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সমিতির ওয়েব সাইট উদ্বোধন করা হয়। পরে নবীন বরণ ও বিদায় সর্ম্বধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন।
বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যান সমিতি নাটোর কমিটির সাধারন সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যান সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহীর বিভাগীয় সভাপতি মৌদুদুর রহমান, কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যান সমিতি নাটোরের উপদেষ্টা আলমগীর হোসেন খান। পরে সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আসমা শাহিন।