নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে আ’লীগের হামলা
- আপডেট সময় : ০২:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিলে আ’লীগের হামলা
নাটোর প্রতিনিধি
নাটোরে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমর্থকরা বিএনপির বিক্ষোভ মিছিলের ভিতর মোটর সাইকেল ঢুকিয়ে দেয়া সহ হামলা করে মিছিল পন্ড করার চেষ্টা করে। তাদের কয়েক দফা হামলা সত্বেও মিছিল ও সমাবেশ করে বিএনপি।
বুধবার বেগম খালেদা জিয়ার মুক্তি ও চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচীর আওতায় নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল করে।
বিএনপির দলীয় সুত্রে জানা যায়, দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে বুধবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিএনপি নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নেয়। এসময় স্বেচ্চাসেবক লীগের নেতা-কর্মীরা বিএনপির মিছিলে মোটর সাইকেল নিয়ে হামলা চালায়। তারা বিএনপির মিছিলে মোটর সাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের হটিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিেিেেতেই বিএনপি নেতা কর্মিরা দলীয় কার্যালয়ের সামনেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহব্বায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, যুবদলের সহ সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাহাতাবি আলম প্রমুখ।
বক্তারা বলেন, এই সরকার জনগনের সরকার না। এই সরকার তাদের নিজেদর সম্পদ গুছানোর সরকার। তারা জনগনকে ভুল বুঝিয়ে অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। আমরা জনগনকে সাথে নিয়ে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে আনবো।