নাটোরে বড় দিন ও থার্টি ফাস্ট নাইটে আইন শৃংখলা সংক্রান্ত সমন্বয় সভা
- আপডেট সময় : ০৩:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
নাটোরে বড় দিন ও থার্টি ফাস্ট নাইটে আইন শৃংখলা সংক্রান্ত সমন্বয় সভা
নাটোরে ২৫ ডিসেম্বর বড় দিন উদযাপন ও ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত জেলা প্রশাসনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লে. কর্নেল গোলাম মোক্তাদির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, জেলা আনসার বিডিপি কমান্ডান্ট বাসুদেব, উপপরিচালক এনএসআই, খৃষ্টান নেতৃবৃন্দ সহ বিভিন্ন চার্চের পুরোহিতবৃন্দ।
সভায় জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নাটোরে বড় দিন ও থার্টি ফাষ্ট নাইট উপলক্ষে আইন শৃংখলা নিয়ন্ত্রনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।