নাটোরে প্রথমবার হলো আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট

- আপডেট সময় : ০৪:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
নাটোরে প্রথমবার হলো আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট
নাটোরে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেলো আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট ২০২৪। শুক্রবার (৫ জুলাই) শংকর গোবিন্দ চৌধুরি ষ্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঞা। জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া সংস্থার যৌথ আয়োজনে টুর্নামেন্টে ৮ জেলা নাটোর, রাজশাহী, রংপুর, মাদারিপুর, বরিশাল, রাজবাড়ি, বগুড়া ও নওগাঁর হরিজন সম্প্রদায়ের দল অংশ নেয়। আন্তঃ জেলা হরিজন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে বগুড়া হরিজন ক্লাব কে হারিয়ে জয় লাভ করে নাটোর হরিজন ক্লাব।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন, জেলা প্রশাসক আবু নাছের ভুঞা। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ফুটবল এ্যাসেসিয়েশন সভাপতি সোহেল রেজা, জেলা ক্রিড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কাউন্সিলর কহিনূর বেগম পান্না,বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি লক্ষণ হাড়ি, সাধারন সম্পাদক সবুজ হাড়ি সহ ৮ টি জেলার প্রধান গন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টায় উদ্বোধনী খেলায় মাদারিপুর হরিজন ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে নাটোর হরিজন ক্লাব ফাইনাল খেলায় উন্নীত। অপরদিকে বগুড়া হরিজন ক্লাব নওগাঁ হরিজন ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠে। পরে বিকেলে নাটোর ও বগুড়ার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।