নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
- আপডেট সময় : ১০:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালক সহ দুইজন নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হল সদর উপজেলার দিয়ারভিটা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মোহম্মদ তারেক ও নিঙ্গল হোসেনের ছেলে রকিবুল ইসলাম।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাদাদ জানান, রাজশাহী থেকে নাটোর শহরের দিকে আসা একটি পিকআপের সাথে বিপরীতমুখি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন তারেক ও রকিবুল গুরুতর জখম হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধর করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘ্ষোনা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে রকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রকিবুল ইসলাম মারা যায়। নিহত তারেকের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।