নাটোরে নারদ নদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
- আপডেট সময় : ০২:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোর শহরের মধ্য দিয়ে যাওয়া নারদ নদের তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনা উদ্ধার অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে শহরের নাটোর সদর হাসপাতাল মোড় এলাকায় নারদ সেতুর দক্ষিণ প্রান্ত থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
ক্ষতিগ্রস্থদের অভিযোগ তাদের পুনর্বাসন না করেই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকতার্রা জানান করোনার শুরুর আগে এসব এলাকার অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছিল। করোনায় মহামারির কারনে অভিযান স্থগিত হওয়ায় তারা পুনরায় উচ্ছেদকৃত স্থানে স্থাপনা নিমার্ন করেছে। নারদ নদে প্রাণ ফিরিয়ে আনার জন্য দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।