নাটোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট সময় : ০৮:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
নাটোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
“শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই পতিপাদ্য নিয়ে নাটোরে বর্ণ্যঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হযেছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৫ অক্টবর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন নাটোর এবং জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মাছুদুর রহমান, আইসিটি ও শিক্ষা রওশন ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
অপর দিকে নবাব সিরাজ-উদ- দৌলা সরকারী কলেজের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



















