নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
- আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক ৩৩ তম ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। অন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন এই প্রতিবাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১০ টার দিকে নাটোর রাজবাড়ি আনন্দ ভবনে সামনে থেকে একতি র্যালী বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজবাড়ি আনন্দ ভবনে এসে শেষ হয়। পরে আনন্দ ভবনে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয়, এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর আয়োজনে আলোচনা ও ৪২ জন প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরন করা হ
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আরিফ ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত কুমার প্রসাদ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও প্রতিবন্ধী ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার অংশগ্রহণে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে আজ নতুন রূপে পেয়েছি। এ দেশকে প্রতিবন্ধীও অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র-জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের সুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম প্রতিবন্ধী গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাসহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।