নাটোরে দুই প্লাটুন বিজিবি মোতায়েন
- আপডেট সময় : ০৩:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ ডেস্কঃ
শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ন পরিবেশে সমাপ্ত করত, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোন ধরনের নাশকতা এড়াতে নাটোরে ৪০ সদস্যের দুই প্লাটুন বিজিব মোতায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চাপাইনবাবগঞ্জের ৫৩ রেজিমেন্ট থেকে
নাটোর শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামের ইনডোর স্টেডিয়ামে বিজিব সদস্যরা অবস্থান নিয়েছেন।
পরে জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তারা।
রাতে তারা ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করবেন এবং আগামিকাল শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১ টা থেকে জেলার বিভিন্ন মন্দির ও মসজিদে টহল শুরু করবেন।
বিষয়টি নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে একটি অসাধু চক্র বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করতে উঠে পড়ে লেগেছে। সেই চক্রকে প্রতিহত করতে এবং নাটোরে যে কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সুপারের পক্ষ থেকে চার প্লাটুন বিজিবি চাওয়া হয়। তারই প্রেক্ষিতে পরে দুই প্লাটুন বিজিব মোতায়ন করা হয়েছে।
ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব বিজিবি সদস্যরা যেকোনো অপ্রতীকর ঘটনার মোকাবেলা করবেন।
আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসন সর্বাত্বক সতর্ক রয়েছে বলেও জানান তারা।