নাটোরে দুইদিন ব্যাপী ‘গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
নাটোরে দুইদিন ব্যাপী ‘গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নাটোরে দুইদিন ব্যাপী ‘গুনগতমান সম্পন্ন বীজ আখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাবনার ঈশ^রদীর বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিছন্ন বীজ উৎপাদন ও বিস্তার’ শীর্ষক প্রকল্পের আওতায় শনিবার ও রবিবার নাটোর সুগারমিল এলাকায় কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়।
বিএসআরআই এর প্রকল্প পরিচালক ড. মো. ইমাম হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই এর মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসআরআই এর পরিচালক ইসমাৎ আরা, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, জেনারেল ম্যানেজার (কৃষি) মো. ফেরদৌস উল আলম, বিএসআরআই এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান, প্রশাসন বিভাগ প্রধান নূরে আলম সিদ্দিকী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কেএম রেজাউল করিম, নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান। এসময় কর্মকর্তারা জানান, দেশে একমাত্র বিএসআরআই ইক্ষু নিয়ে গবেষণা বিষয়ক কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিছন্ন বীজ উৎপাদন ও বিস্তার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।