নাটোরে ডোবা থেকে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি ব্যক্তির লাশ উদ্ধার!

- আপডেট সময় : ০২:৪৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
নাটোরে ডোবা থেকে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধি ব্যক্তির লাশ উদ্ধার!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোর-বগুড়া মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মে) দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি একজন মানসিক প্রতিবন্ধি বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ছোট হরিশপুর এলাকায় সড়কের ধারে একটি ডোবার মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানায, তারা মৃত ব্যক্তিকে কদিন ধরে এলাকায় পাগলের মত ঘোরাঘুরি করতে দেখেছেন। কিভাবে গর্তের মধ্যে পড়ে গিয়ে মারা গেল তা কেউ জানাতে পারেনি।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।