সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রেনর ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
নাটোর প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
নাটোরে ট্রেনর ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
নাটোরে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে পঞ্চগড় গড়গামী পঞ্চন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন। নাটোর স্টেশন মাস্টার মোছাঃ কামরুন্নাহার জানান, রেলওরে স্টেশন গেট সংলগ্ন আপ সিগন্যালের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি ট্রেনের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং সান্তাহার রেলওয়ে থানায় খবর দেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, খবর পেরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।