নাটোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত, ট্রাক আটক!
- আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৪৮৫ বার পড়া হয়েছে
নাটোরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত, ট্রাক আটক!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরে বাইপাস সড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রিয়াদ রায়হান নামে ২৫ বছরের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) দুপুরের দিকে শহরের কান্দিভিটা বটতলা এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত রিদয় রায়হান শহরের রামাইগাছী এলাকার শরীফ আহমেদের ছেলে এবং নাটোরের এমকে অনার্স কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মোটর সাইকেল অরোহী রিয়াদ রায়হান পিটিআই মোড়ের দিক থেকে নবীনগরের দিকে যাওয়ার সময় কান্দিভিটা বটতলা এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করে। এ সময় নাটোর শহর থেকে রাজশাহীগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটর সাইকেলটি ট্রাকের নিচে চলে গেয়ে মোটর সাইকেল চালক রিয়াদ রায়হান ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও বলেন, পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ এবং ও ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ সময় পুলিশ ঢাকা মেট্টো ট-২০-০৩০৪ নম্বরের ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।