সংবাদ শিরোনাম ::
নাটোরে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গ্রেপ্তার
নাটোর প্রতিবেদকঃ
- আপডেট সময় : ০২:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
নাটোরে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় গ্রেপ্তার
নাটোরে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের কান্দিভিটুয়াস্থ নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রেজা একই এলাকার শুকুর আলীর ছেলে এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিভিন্ন সময় বর্তমান সরকার বিরোধী উস্কানি দেওয়া ও সরকার বিরোধীদের মদদ দেওয়ার অভিযোগ উঠে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান ওসি মাহবুবুর রহমান।