নাটোরে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন

- আপডেট সময় : ০১:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে
নাটোরে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের আয়োজনে নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ জুন) বিকেলে নাটোর শহরের নবাব সিরাজ উদ- দৌলা সরকারী কলেজ প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নবাব সিরাজ উদ- দৌলা সরকারী কলেজের প্রিন্সিপাল আব্দুল বারী,নাটোর জেলা ছাত্রদলের ১ নং যুগ্ন সাধারন সম্পাদক মিজানুর রহমান কাজল, ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক রানা খান, সহ সভাপতি আতিকুর রহমান,সহ দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ নাটোরে ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময় তিনি এক বাণীতে পরিবেশ দূষণ রোধে তার দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরেন। তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পরিবেশ রক্ষায় দলের নেতা-কর্মীরা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।