নাটোরে গণহত্যার নাট্যরুপ ‘শহীদ সাগর’ মঞ্চস্থ
- আপডেট সময় : ০৫:৩০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১ ২১৫ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে নাটোরে গণহত্যার নাট্যরুপ ‘শহীদ সাগরথ মঞ্চস্থ হয়েছে। গতকাল শনিবার রাতে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে পরিবেশ থিয়েটার পরিবেশিত বিপুল সংখ্যক দর্শক সমাগমে নাটকটির প্রদর্শনী হয়।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নারকীয় গণহত্যা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সারাদেশে ৬৪ জেলাতে বধ্যভূমি বা তৎসংলগ্ন স্থানে পরিবেশ থিয়েটার পরিবেশনের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচীর অংশ হিসেবে ১৯৭১ সালের ৫ মে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজীমসহ মোট ৪২ জনকে ব্রাশ ফায়ারে হত্যার ঘটনার নাট্যরুপ ‘শহীদ সাগর’ প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল,নর্থ বেঙ্গল সুগার মিলস্ এমডি কৃষিবিদ হুমায়ুন কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আব্দুর রউফ প্রমুখ।