নাটোরে কাভার্ড ভ্যানের ধা/ক্কা/য় বিআরটিসি বাসের যাত্রী নিহত, আহত ১৫

- আপডেট সময় : ০৮:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ৪৩১ বার পড়া হয়েছে
নাটোরে কাভার্ড ভ্যানের ধা/ক্কা/য় বিআরটিসি বাসের যাত্রী নিহত, আহত ১৫
নাটোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে আখতারুজ্জামান (৩৮) নামের একজন বাসযাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৫ জুন ভোর পাঁচটার দিকে সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আখতারুজ্জামান নীলফামারী শহরের মাস্টারপাড়া এলাকার জনৈক দেলোয়ার হোসেনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নাটোর থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। যাত্রীবাহী বিআরটিসি বাস নাটোর সদরের নাটোর-বগুড়া মহাসড়কের বাকশোর ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে যায়। এই ঘটনায় আখতারুজ্জামান নামের এক বাস যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে নাটোর-বগুড়া-রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, ঘাতক কাভার্ড ভ্যানটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। সেইসঙ্গে সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।