নাটোরে আ’লীগ নেতার উপর আ’লীগের হামলা, অভিযোগ স্ত্রীর
- আপডেট সময় : ০৫:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৩২ বার পড়া হয়েছে
নাটোরে আ’লীগ নেতার উপর আ’লীগের হামলা, অভিযোগ স্ত্রীর
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে আ’লীগ নেতার উপর আ’লীগের হামলা, অভিযোগ স্ত্রীর। নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটন (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় শহরের হাফরাস্তা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত লিটনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আওয়ামীলীগ নেতা লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার জানান, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মেয়ের জন্য পটোটো চিপস কিনতে বাসা থেকে বের হয়ে শহরের হাফরাস্তা মোড়ে যান তিনি । এ সময় একই দলের ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তার স্বামী আওয়ামীলীগ নেতা লিটনের উপর চড়াও হয়। সন্ত্রাসীরা তাকে লোহার রড-লাঠিশোঠা দিয়ে বেধড়কভাবে মারপিট করতে থাকে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে তাকে রামেক হাসপাতালে পাঠায়। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
আহত আওয়ামীলীগ নেতা তহিদুর রহমান লিটন নাটোর ২ (সদর-নলডডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে পরিচিত।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত করে এর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।