নাটোরের লালপুরে সমবায় দিবস পালন
- আপডেট সময় : ১২:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ১৯২ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের লালপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা পরিষদের মিলাতয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।