নাটোরের লালপুরে আ’লীগ নেতা নান্টুর উঠান বৈঠক
- আপডেট সময় : ০২:০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ৩৬৬ বার পড়া হয়েছে
এস ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে লালপুর উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের শুরু হয়েছে দোড় ঝাফ।
১ নং লালপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাজার হাজার মহিলা পুরুষদের উপস্থিতিতে ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক এর মাধ্যমে প্রচার প্রচারণা করেন সব সময় নেতা কর্মীদের পাশে থাকা ও চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে থাকা নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আশির দশকের তুখোড় ছাত্রলীগের সভাপতি, বর্তমান লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মনোয়ার হোসেন নান্টু। উঠান বৈঠকে অধির আগ্রহে অপেক্ষা করছিল হাজার হাজার নারী, পুরুষ, বৃদ্ধরা। এরই মধ্যে এক ঝাক সাবেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ সহ শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে হাজির হন আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ একজন কর্মী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও সংগ্রামী নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন নান্টু।
সরজমিনে এলাকা ঘুরে দেখা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা গণসংযোগ করে যাচ্ছেন । বিভিন্ন দিবস উপলক্ষে পোস্টারিং, ফেস্টুন, লিফলেট ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিয়ে চলেছেন। তবে মনোয়ার হোসেন নান্টুর বিষয়ে দেখা যায় প্রত্যেকটি উঠান বৈঠকে হাজার হাজার লোকের উপস্থিতি। উঠান বৈঠকে অনেককেই বলতে শোনা যায় একটি ওয়ার্ডে এতো লোক হবে ভাবি নাই।
রোববার (১০ অক্টোবর) বিকালে ৯ নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে লালপুর কলোনির ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বজলুর রহমান মাষ্টার, সাবেক ইউপি সদস্য রুপচাঁদ আলী, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব নাজমুল হোসেন তমাল, লালপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সেন্টু রহমান, ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হিয়ারুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বকুল শেখ, ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম সহ স্থানীয় এলাকাবাসী।