নলডাঙ্গায় মেম্বার পদপ্রার্থী জিল্লুর’র উঠান বৈঠক
- আপডেট সময় : ০৪:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারী। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভা।
বুধবার (১ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জিল্লুর রহমানের সমর্থন দিয়ে স্থানীয়দের আয়োজনে হরিদা খলসীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে সুস্থ রাজনীতি ও জনকল্যাণমুখী কাজে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জিল্লুর রহমানকে মেম্বার হিসাবে পেতে আগ্রহ প্রকাশ করেন বক্তারা।
উঠান বৈঠকে বক্তব্য প্রদান কালে জিল্লুর রহমান বলেন , জনগণই আমার শক্তি, জনগণই আমার প্রেরণা। আপনাদের দোয়া ও সমর্থন ও একনিষ্ঠ উপস্থিতিতে আমি কৃতজ্ঞ
৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াদ আলীর সভাপতিত্বে ও সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শ্রী সিতাংশু ভট্টাচার্য উদয়, ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন নিউটন, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহাবুব রহমান, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মজনু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও অত্র এলাকার সুধী জনরা।