নলডাঙ্গায় কড়ি কাইট্রা উদ্ধার নদীতে অবমুক্ত
- আপডেট সময় : ০৫:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা থেকে ২টি কড়ি কাইট্রা উদ্ধার করেছে,নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও বিবিসিএফ এর একটি টিম।
বুধবার( ১লা ডিসেম্বর) দুপুরে উপজলার মাধনগরের বাঁশিলা মধ্যপাড়ার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ তানসিল আহম্মেদ(১৮) বাড়ি থেকে কড়ি কাইট্রা গুলো উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় ও ভবিষ্যতে এমন কাজ আর করবে মর্মে তানসিল আহম্মেদকে ছেড়ে দেওয়া হয়। পরে উদ্ধারকৃত কড়ি কাইট্রা গুলো বারনই নদীতে অবমুক্ত করা হয়।
বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান করা হয়। পরর্বতীতে বিষয়টি নজরদারিতে রাখা হবে। বন্যপ্রানী সংরক্ষনে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ এর সদস্যরা।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার সুখময় সরকার বলেন, বন্যপ্রানী নিয়ে অবৈধ কার্যকম বন্ধে এমন অভিযান অব্যহত থাকবে।
এসময় উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।