নলডাঙ্গায় কৃষকের ১ লাখ টাকা মূল্যের গরু চুরি
- আপডেট সময় : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় কৃষকের ১ লাখ টাকা মূল্যের গরু চুরি
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় কৃষকের ১ লাখ টাকা মূল্যের গরু চুরি। নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। গরুর মালিক সিদ্দিকুর রহমান বলেন, সবাই প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিলাম রাতের কোনো একসময় গোয়াল ঘরের দরজার বালা কেঁটে চোরে আমার প্রায় ১ লক্ষ্য টাকা মূল্যের গরু চুরি করে নিয়ে যায়। মাঝ রাতে ঘর থেকে বাহিরে বের হলে, গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে গরুর কোন খোঁজ পাইনি।
স্থানীয় চেয়ারম্যান শাজাহান আলী ঘটনা স্থল পরিদর্শন করেন এবং বলেন মাদকাসক্তদের জন্য এমন চুরির ঘটনা ঘটে। মাদকাসক্তরা কোন কাজ না করে মাদকদ্রব্য ক্রয়ের জন্য এমন চুরি করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হলে এমন চুরি বন্ধ হবে
বলে তিনি আশাবাদী।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।