নলডাঙ্গায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৯:১৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১২০ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় প্রত্যন্ত গ্রামে শীতার্ত এতিম শিক্ষার্থীদের হাতে স্বেচ্ছাসেবী সংগঠন অনুপ্রেরণা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে মাধনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুনজুর রহমান মৃধার সভাপত্তিতে মাধনগর ইছাতুল্লাহ হাফেজিয়া মাদ্রাসার এতিম শিশুদের হাতে শীতবস্ত্রগুলো তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার হাফেজ মুফতি মোঃ আবু তালহা, মাদ্রাসার সাধারন সম্পাদক খাত্তাব প্রামানিক, স্থানীয় ব্যবসায়ী আলাল হোসেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর দপ্তর সম্পাদক ও অনুপ্রেরণা ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলে রাব্বী, সাধারন সম্পাদক মোঃ রাজা হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন আহস্মেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রনি ইসলামসহ প্রমূখ।
এর আগে বিকালে পার্শ্ববর্তী আবদানপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিশুদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।