নলডাঙ্গায় আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা!

- আপডেট সময় : ০৫:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা! নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী আইভি রহমানের ১৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ আগষ্ট) নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাটোর-নওগাঁ) আসনের সংরক্ষিত মহিলা এম পি রত্না আহমেদ । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ।
নলডাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোছাঃ আঞ্জুয়ারা পারভীন রত্নার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তারা বক্তব্য প্রদান করেন এবং এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার সহ প্রমুখ।