নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাটোরের নলডাঙ্গার হালতিবিলের মধ্যে থেকে ৩০-৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের দিকে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও হালতি গ্রামের মধ্যে দিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে ওই অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়েআসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, প্রাথমিক সুরতহালে মৃত ব্যক্তির শরীরে নানা আঘাত ও জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর এই স্থানে ফেলে রেখে গেছে। অথবা ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত ব্যক্তিটি হয়তো অটোরিক্সা চালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখে গেছে।
কারা, কি উদ্দেশ্যে, কখন, কিভাবে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির নাম-পরিচয় সনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান নলডাঙ্গা থানার ওসি।