নলডাঙ্গায় হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুই
- আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুই
নাটোরের নলডাঙ্গা হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে ৩৫ বছরের মোমিন হোসেন ও ৩২ বছর বয়সী রায়হান আলী নামে দুইজন নিহত এবং দুই জন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে মোমিন সহ তিনজন হালতি বিলে নৌকা করে শামুক তুলছিল। অপরজন নওগাঁর আত্রাই নদী সংলগ্ন বিলে মাছ শিকার করছিল। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোমিন হোসেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে এবং অপর নিহত রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলীর ছেলে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে মোঃ সেন্টু এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে মোমিন হোসেন সহ তিনজন শামুক তুলতে যান। এসময় হঠ্যৎ বজ্রপাত হলে মোমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে নৌকায় থাকা অপর দুই জন গুরুতর আহত হন। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হালতি বিলের নলডাঙ্গা সীমান্ত সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে অপর এক জনের মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ওসি মোস্তফা সারোয়ার বজ্রপাতে মোমিন হোসেনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আত্রাই থানা এলাকায় অপর একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছেন।