নলডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে অটোরএক্সার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত!
- আপডেট সময় : ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে অটোরএক্সার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত!
নাটোরের নলডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় অটোরিক্মার ধাক্কায় ফাতেমা খাতুন নামের ৬ বছরের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার পাটুল-সোনাপাতিল সড়কের বাঁশিলা গ্রামের ইসলাপাড়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা খাতুন ওই গ্রামের সেলিম সরদারের মেয়ে ও রিয়াজুল জান্নাত শিশু একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
নলডাঙ্গা খানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে শিশু শিক্ষার্থী ফাতেমা খাতুন বিদ্যালয়ে যাওয়ার সময় উপজেলার পাটুল-সোনাপাতিল সড়ক পার হওয়ার সময় বাঁশিলা ইসলাপাড়া এলাকায় অটোরিক্মার ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন নলডাঙ্গা থানার ওসি তদন্ত মনোয়ার জাহান।