নলডাঙ্গায় মানবতার আলো’র ঈদ উপহার বিতরণ

- আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ২০৪ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় মানবতার আলো’র ঈদ উপহার বিতরণ
নাটোরের নলডাঙ্গায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবতার আলো সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অর্ধ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার রামশার কাজীপুর, দরবেশপুর, কানমাড়িয়া, ছোট সিংগা, কাশোবাড়িয়া, মাধনগরসহ বিভিন্ন এলাকায় এই ঈদ উপহার করা হয়।
বিতরণকালে সংগঠনের সদস্য, এস, এম আরিফুল হক, শাহীন আলম, হাবিবুর রহমান, আব্দুল্লাহ, ইমরান হোসেন, হযরত আলী, আব্দুস ছাত্তার, মাসুদ রানা, জুবায়ের আহম্মেদসহ অনেক উপস্থিত ছিলেন। ঈদ উপহার হিসেবে বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল লাচ্চা, চিনি, সয়াবিন তেল ও বিরিয়ানির চালসহ প্রয়োজনীয় পণ্য।
মানবতার আলো ২০১৮ সাল থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণসহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।