নলডাঙ্গায় বেড়াতে এসে প্রতিপক্ষের হামলার শিকার সেনাবাহিনীর সদস্য
- আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় বেড়াতে এসে প্রতিপক্ষের হামলার শিকার সেনাবাহিনীর সদস্য
নাটোরের নলডাঙ্গায় রাকিবুল ইসলাম নামের এক সেনাবাহিনীর সদস্য ছুটিতে বাড়িতে বেড়াতে এসে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন। এ সময় তাকে পিতিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ সেম্টেম্বর) বেলা ১০ টার দিকে উপজেলার বাঁশভাগ স্লুইচগেট বাজারে প্রতিপক্ষ আলম হোসেন এ হামলা করেন বলে জানা গেছে। এ হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় ওই সেনাবাহিনীর সদস্যের বাড়িতে প্রতিপক্ষ আলম হোসেন ও তার দলবল নিয়ে আপোস করার চাপ দেওয়া হয়। আপোস না করলে বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেয় প্রতিপক্ষরা।
আহত সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলাম (২৪) উপজেলার বাঁশভাগ গ্রামের হাসেম আলীর ছেলে ও বগুড়া ক্যান্টমেন্টে সদস্য পদে কর্মরত আছেন।
প্রতিপক্ষ আলম হোসেন (৩৮) উপজেলার একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার বেলা ১০ টার দিকে ছুটিতে বাড়িতে আসা সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলাম বাড়ির পাশে বাঁশভাগ স্লুইচগেট বাজারে যায়। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আলম হোসেন সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলামের উপর চড়াও হয়ে কিল ঘুষি মারে এতে তার নাক দিয়ে রক্ত বের হয়।আহত অবস্থায় স্থানীয়রা সেনাবাহিনী সদস্য কে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।পরে এ ঘটনায় তার ভাই নাজমুল হোসেন নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগ দেওয়ার খবর শুনে প্রতিপক্ষরা মঙ্গলবার সন্ধ্যায় সেনা বাহিনী সদস্য রাকিবুলের বাড়িতে দলবল নিয়ে আপোস মিমাংশা করার জন্য চাপ প্রয়োগ করেন।আপোস করতে রাজি না হওয়ায় বাড়িঘরে হামলা চালানোর হুমকি দেয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।