নলডাঙ্গায় বিস্ফোরক, হাসুয়াসহ সাবেক যুবলীগ নেতা সহযোগীসহ আটক!
- আপডেট সময় : ০৩:২৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় বিস্ফোরক, হাসুয়াসহ সাবেক যুবলীগ নেতা সহযোগীসহ আটক!
নাটোরের নলডাঙ্গায় ৩টি ককটেল,৫টি পেট্রোল বোমা ও একটি দেশীয় হাসুয়াসহ সাবেক যুবলীগের সভাপতি মাহবুর রহমান এবং তার সহযোগি মহিদুলকে আটক করেছে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালইয়ের পাশ থেকে তাদের আটক করে ওই এলাকাবাসী। আটককৃত সাবেক যুবলীগ নেতা মাহবুর রহমান উপজেলার হরিদা খলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার সহযোগি মহিদুল ইসলাম একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর শ্রী শ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কাছে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগি মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের ঘেরাও করে ব্যাগ তল্লাসী করে। সেই ব্যাগ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি হাসুয়া উদ্ধার করে তাদের দুই জনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে এলাকাবাসীর খবরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সকল অস্ত্রসহ তাদের দুইজন আটক করে থানায় নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।