নলডাঙ্গায় বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত, সহযোগী আহত
- আপডেট সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় বাস ও ইটবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক নিহত, সহযোগী আহত
নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহী পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক ৩৫ বছরের রাজিব হোসেন নিহত হয়েছেন। এসময় ট্রলির সহযোগি ২৫ বছরের রনজু আহত হন। শনিবার (১১ জানুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার নাটোর-নলডাঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পাওয়ার ট্রলি চালক রাজিব হোসেন উপজেলার তেলকুপি আব্দুর রাজ্জাকের ছেলে। আহত রনজু একই গ্রামের আশরাফের ছেলে।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে মনোয়ার নামে যাত্রীবাহী বাস নলডাঙ্গা থেকে নাটোর যাওয়ার পথে বাসুদেবপুর সাজিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক রাজিব ও হেলপার রনজু গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ট্রলিচালক রাজিবের অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানকার ডাক্তার। পরে তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে যাত্রীবাহি বাস ও পাওয়ার ট্রলি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।