নলডাঙ্গায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নাটোরের নলডাঙ্গায় থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেল ৪ টায় নলডাঙ্গা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর পুলিশ সুপার মারুফত হুসাইন।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক এড. সাখায়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, সাধারন সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেত গিয়াস উদ্দিন, এস এম সান্টু, জামায়াত নেতা আব্দুর রাজ্জাগ, নওশাদ নোমানী প্রমুখ।
এসময় বক্তারা বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন রাজনৈতিক ব্যাক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক সকল অপরাধের মূল। এজন্য মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।