নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মটোরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত

- আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মটোরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই শিক্ষার্থী নিহত
নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৬ বছরের সান ও ১৪ বছর বয়সী সাফা নামের দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের সিয়াম গুরুতর আহত হয়। রোববার ২৬ জানুয়ারি রাত সােড় সাতটার দিকে উপজেলার কাঠুয়াগাড়ি চৌধুরী পাড়া এলাকায এই দুর্ঘটনা ঘটে। নিহত শান উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু তালুকদারের ছেলে ও দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সাফা একই এলাকার রিফকুল ইসলামের ছেল। সে ৮ম শ্রেণীর শিক্ষার্থী। আহত সিয়াম একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রীশ চন্দ্র উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিন কিশোর সান, সিয়াম এবং সাফা মোটরসাইকেল যোগে উপজেলার কাঠুয়াগাড়ি থেকে তাদের বাড়ি দিয়ার কাজিপুর এলাকায় ফিরছিল। পথে রাত সাড়ে সাতটার দিকে কাঠুযা গাড়ি চৌধুরীপারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের গুরুতর আহত অবস্থায নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানেক মৃত ঘোষণা করেন। আহত সিয়াম এবং সাফাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী নেওয়ার সময় সাফা নামে অপর শিক্ষার্থী মারা যায়।