নলডাঙ্গায় খাঁচাবন্দি ৪ টিয়া পাখি উদ্ধার, মুচলেকায় ছাড়া পায় শিকারী!
![](https://channelanews.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৮:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় খাঁচাবন্দি ৪ টিয়া পাখি উদ্ধার, মুচলেকায় ছাড়া পায় শিকারী!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় খাঁচাবন্দি ৪ টিয়া পাখি উদ্ধার, মুচলেকায় ছাড়া পায় শিকারী! নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে শিকারীর খাঁচায় বন্দি চারটি টিয়া পাখি উদ্ধার করেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলর পিপরুল ইউনিয়নের আচঁড়াখালি গ্রামে অভিযান চালিয়ে খাঁচায় বন্দি ৪ টিয়া পাখি উদ্ধার করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের নেতৃত্বে এই অভিযানে বিবিসিএফ অন্তভুক্ত সংগঠন সবুজ বাংলার সদস্যরা অংশ নেয়।
এসময় খাচাঁয় বন্দি ৪ টিয়া পাখি উদ্ধার সহ পাখি শিকারী মোঃ পিন্টুকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সামনে পাখি শিকারী পিন্টু মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।
এসময় পিন্টু বলে, সে আর কখনও আর এমন কাজ করবে না। দেশীয় পাখি খাঁচায় আটক রেখে পোষা অপরাধ। আমি আগে জানতাম না, এখন জানলাম। যাতে এমন কাজ আর কেউ না করে, এজন্য আমি প্রচারনা চালাবো এবং বন্যপ্রাণী সংরক্ষনে কাজ করবো।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ৪টি পাখি জব্দ করা হয়। পাখিগুলো যথাযথ কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। বন্যপ্রাণী রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বলেন তিনি।