নলডাঙ্গায় ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত শিশুর মৃত্যু

- আপডেট সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখার সময় রেলওয়ের ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত ১৫ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস চলন্ত ট্রেনের দরজার বাইরে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখছিলো শিশুটি। ট্রেনটি নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোঃ ইমদাদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে রংপুরগামী-রংপুর এক্সপ্রেস ট্রেন মাধনগর স্টেশন অতিক্রম করার সময় ওভার ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত শিশু মারা যায়। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষ সহ সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।