নলডাঙ্গায় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু!

- আপডেট সময় : ০৩:২১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
নলডাঙ্গায় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু!
নাটোরের নলডাঙ্গায় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুক্তার হোসেন নামের ৩২ বছর বয়সী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল পৌনে ৪ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ মমিন উদ্দিন প্রাং বলেন, মুক্তার হোসেন পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি মাধনগর স্টেশনে যাত্রাবিরতী দিলে সে পানি পান করার জন্য প্লাটফর্মে নামে। পানি পান করে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী-একতা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুত্বর হয়। এ সময় বাংলাবান্ধা ট্রেনে থাকা মুক্তারের স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।