নওগাঁর রাণীনগরে মেম্বার প্রার্থীর পথশোভা
- আপডেট সময় : ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১ ৩১৬ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার (সাধারণ সদস্য) পদপ্রার্থী স্বপন দেবনাথ ভোট প্রার্থনা ও পথশোভা করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় অত্র ওয়ার্ডের গ্রামে গ্রামে এই পথশোভা করেন তিনি।
এদিন সকালে নিজ গ্রাম শিয়ালা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় বের হন স্বপন দেবনাথ। এর পর দুধিয়া, জামালকুড়ি, জেঠাইল ও টুং গ্রামে ভোট প্রার্থনা শেষে শিয়ালা গ্রামে ফিরেন। এসময় ভোটারদের নিকট তার ফুটবল প্রতিকে ভোট প্রার্থনা করেন এবং গ্রামে গ্রামে পথশোভা করেন। শিয়ালা গ্রামে এক পথশোভায় মেম্বার প্রার্থী স্বপন দেবনাথ ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এই এলাকার সন্তান।আপনারা আমাকে ও আমার পরিবার কে অত্যন্ত ভাল বাসেন। আপনাদের ভালবাসায় এবং ব্যপক সমর্থনে ও ভোটের মাধ্যমে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এটা আমার বিশ্বাস। তিনি বলেন, আমি ভোটে নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডের মাদক, সন্ত্রান, বাল্য বিয়ে নির্মূল করে ডিজিটাল ও একটি উন্নয়নশীল ওয়ার্ড হিসেবে উপহার দিবো। এছাড়া সরকারী প্রতিটি সুযোগ-সুবিধা অসহায়, দু:স্থ্য ও সুবিধাভোগীদের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করা হবে।