নওগাঁর মহাদেবপুরে কমিউনিটি পুলিশিং ডে-২১ পালিত
- আপডেট সময় : ০৮:০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) নওগাঁর মহাদেবপুরে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে থানা প্রাঙ্গণে বেলা সাড়ে ১১ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যন অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অজিত কুমার মণ্ডল প্রমুখ।
আলোচনা সভায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সভাপতিত্ব করেন।
আলোচনা সভা সঞ্চালনা করেন এসআই জাহিদ।
এছাড়া মহাদেবপুর থানার ওসি (তদন্ত)আবুল কালাম আজাদ, এসআই জাহাঙ্গীর আলম সহ থানার সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিট কমিউনিটি পুলিশের সদস্যরা, উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।