নওগাঁয় দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি মোহনপুরে গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
নওগাঁয় দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি মোহনপুরে গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে রাজশাহীর মোহনপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম শরীফুল ইসলাম (৪৫)। নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে তার বাড়ি। মঙ্গলবার (১৭ জুন) সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।
ঘটনার বিবরণ দিয়ে র্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তার ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। শরিফুলকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আজিজুল ইসলাম (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান।
র্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। আসামিদের গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়াতদন্ত শুরু করে। র্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।