ধামইরহাটে শোকাবহ আগস্ট মাসে পৌর ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন
নওগাঁর ধামইরহাটে পৌর ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগস্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত ৮ টায় পৌর ছাত্রলীগের উদ্যোগে একটি শোক র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন ও সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সম্মুখে মোমবাতি প্রজজলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য মুরাদ মোবারক, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সহ-সভাপতি নুর আলম বাবু, পাস্কায়েল হেমরম, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, যুগ্ম সম্পাদক আবু রাশেদ জায়েদ, রাকিব হাসান প্লাবন, সাংগঠনিক সম্পাদক আবু মুছা নির্ঝক, দপ্তর সম্পাদক ফুয়াদ রেজা, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, যুগ্ম সম্পাদক মুরাদুজ্জামান ইমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এহসান হোসেন, পৌর শ্রমিকলীগের সম্পাদক ইদ্রিস আলী, জাহানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কল্লোল হাসান শুভ, সম্পাদক হিমুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।