ধামইরহাটে রাস্তা থেকে কৃষকের ম-র-দে-হ উদ্ধার
- আপডেট সময় : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
ধামইরহাটে রাস্তা থেকে কৃষকের ম-র-দে-হ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে রাস্তা থেকে রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার ফার্শিপাড়া-রাঙ্গামাটি গ্রামীণ সড়কের ভেড়ম এলাকার রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ভেড়ম এলাকায় দির্ঘদিন থেকে বসবাস করলেও সে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার গোবরচোপা নামক এলাকার মৃত তছিম উদ্দিন মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ভেড়ম এলাকার রাস্তায় মরদেহ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে আনসার সদস্যরা মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সে মূলত একজন কৃষক ও পেশাদার জেলে হিসাবে এলাকায় পরিচিত। তবে নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বে কোন রাজনৈতিক দলের কারো সঙে কোন সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন নিহতের বড় ভাই মো. হাবিবুল মন্ডল। নিহত রফিকুল ইসলাম ২মেয়ে ও ১ছেলে সন্তানের পিতা ছিলেন।
এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জানান, আনসার সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়না তদন্ত এর জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে।